Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ার সহকারি জজ ছগির আহমেদের বদলি জনিত বিদায় সংবর্ধনা

নড়িয়ার সহকারি জজ ছগির আহমেদের বদলি জনিত বিদায় সংবর্ধনা
নড়িয়ার সহকারি জজ ছগির আহমেদের বদলি জনিত বিদায় সংবর্ধনা

শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত সহকারি জজ নড়িয়া এর বিচারক ছগির আহমেদ এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

গত ৮জুন শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের চারক (জেলা জজ) স্বপন কুমার সরকার এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেহানা আক্তার সহ অন্যান্য বিচারকবৃন্দ ।

সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, সরকারি চাকরি একটি শিল্পকর্ম এবং বিদায় মানুষের জীবনে শাশ্বত ।

তিনি আরো উল্লেখ করেন, যে যে কাজটি করছে তা সম্পূর্ণ সুচারুরূপে করার নামই হচ্ছে দেশপ্রেম। তিনি তার ভাষণে বিদায়ী অতিথির প্রতি উষ্ণ ভালবাসা এবং শুভকামনা প্রকাশ করেন।

উল্লেখ্য, ছগির আহমেদ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এর ১১ তম ব্যাচ এর সদস্য। প্রায় তিন বছর আট মাস যাবত তিনি শরীয়তপুরে সহকারী জজ হিসেবে কর্মরত থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সিলেট জেলায় বদলি হলেন।