
শরীয়তপুর সদর উপজেলা, জাজিরা উপজেলা ও গোসাইরহাট উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন ১৫ জুন ২০২২ উপলক্ষে ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত সকল পুলিশ অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে পুলিশ লাইন্সে দিক নির্দেশনা মুলক ব্রিফিং প্রদান করেছেন পুলিশ সুপার।
১৪ জুন সোমবার সকাল সারে ১০টায় শরীয়তপুর পুলিশ লাইন্সে ও জাজিরা থানা প্রাঙ্গনে আগামী ১৫ জুন ২০২২ শরীয়তপুর সদর উপজেলা, জাজিরা উপজেলা ও গোসাইরহাট উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত সকল পুলিশ অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনা মুলক ব্রিফিং প্রদান করেন শরীয়তপুরের সুযোগ্য পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
এ সময় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান পিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস এম মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( গোসাইরহাট সার্কেল) আবু সাঈদ, পালং মডেল থানা অফিসার ইনচার্জ আক্তার হোসেন, পুলিশ লাইন্স আর আই ইয়াদুল ইসলাম, জেলা বিশেষ শাখা ডিআই-১ এস এম শাহরিয়ার হাসান সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।