Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের মাঝে  এল.এ চেক বিতরণ

শরীয়তপুরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের মাঝে  এল.এ চেক বিতরণ
শরীয়তপুরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের মাঝে  এল.এ চেক বিতরণ

শরীয়তপুরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের মাঝে  এল.এ চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ০১ সেপ্টেম্বর জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রত্যাশী সংস্থাগুলোর ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ টি  এল.এ চেক বিতরণ করেন জনাব মোঃ সাইফুদ্দিন গিয়াস, অতিরিক্ত  জেলাপ্রশাসক (রাজস্ব)  শরীয়তপুর।

এসময়  ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত চেক গ্রহণকারীগণ কোন ধরনের  হয়রানি ও দালালচক্র ছাড়া চেক পাওয়ায় জেলাপ্রশাসক মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, শরীয়তপুর সদর থেকে নাওডোবা পর্যন্ত পদ্মা সেতু এপ্রোচ রোড প্রকল্পে চেক বিতরণ প্রক্রিয়া ভূমি অধিগ্রহণ আইন অনুসরণপূর্বক দ্রুত গতিতে সম্পূর্ণ করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে জেলাপ্রশাসন। এখন থেকে সপ্তাহে দুই দিন ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব‍্যক্তিদের অনুকূলে এলএ চেক বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম অব‍্যাহত থাকবে। এ সংক্রান্ত বিষয়ে কারো কোন অভিযোগ থাকলে জেলাপ্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।