Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

চরআত্রায় হচ্ছে আশ্রয়ন প্রকল্পের ১০০টি ঘর

চরআত্রায় হচ্ছে আশ্রয়ন প্রকল্পের ১০০টি ঘর
চরআত্রায় হচ্ছে আশ্রয়ন প্রকল্পের ১০০টি ঘর

আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার শ্লোগানে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার দুর্গম চরাঞ্চল চরআত্রা ইউনিয়নে ১০০টি ঘরের নির্মাণ কাজ চলছে।

ভূমিহীন ও গৃহহীন পরিবারের জীবন, জীবিকা ও স্থায়ী টেকসই পরিবেশ নিশ্চিত করার জন্য প্রকল্প এলাকা বৃহস্পতিবার জেলা প্রশাসক পারভেজ হাসান পরিদর্শন করেন। এসময় তিনি নিজ উদ্যোগে ২০০টি নারকেল ও তালগাছ রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদউজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, চরআত্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ মুন্সী ও নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মুন্সী প্রমুখ।

এসময় জেলা প্রশাসক প্রকল্পের কাজ যাতে গুনগত মান, নির্ধারিত ডিজাইন,ড্রয়ি এবং স্পেশিফকেশন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্য সম্পন্ন হয় সে বিষয়ে প্রকল্প সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।