Monday 12th May 2025
Monday 12th May 2025

শরীয়তপুরে রায়ট ড্রিল ও আগ্নেয়াস্ত্র ব্যবহার সংক্রান্তে বিশেষ প্যারেড

শরীয়তপুরে রায়ট ড্রিল ও আগ্নেয়াস্ত্র ব্যবহার সংক্রান্তে বিশেষ প্যারেড
শরীয়তপুরে রায়ট ড্রিল ও আগ্নেয়াস্ত্র ব্যবহার সংক্রান্তে বিশেষ প্যারেড

শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে রায়ট ড্রিল ও আগ্নেয়াস্ত্র ব্যবহার সংক্রান্তে বিশেষ প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ০৪ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক শরীয়তপুর পুলিশ লাইন্স মাঠে অবৈধ সমাবেশ মোকাবেলায় এবং পুলিশ কর্তৃক শক্তি প্রয়োগ সংক্রান্তে রায়ট ড্রিলের ধাপসমূহ যথাযথভাবে অনুসরণপূর্বক অনুশীলন করা হয়।

শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল হক মহোদয়ের সার্বিক তত্বাবধানে পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে Verbal ও Non-lethal উপকরন যেমন সতর্কতা, বাশি, লাঠি, গ্যাস, রাবার বুলেট এবং কোন পর্যায়ে, কোন পরিস্থিতিতে সর্বোচ্চ ধৈর্য ও পেশাদারিত্বের সাথে কতটুকু পরিমান Lethal অস্ত্রের ব্যবহার করা যাবে এই সংক্রান্তে বিশেষ ব্রিফিং করেন।

এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।