Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ সাতক্ষীরায় বীমা দাবির চেক হস্তান্তর

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ সাতক্ষীরায় বীমা দাবির চেক হস্তান্তর
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ সাতক্ষীরায় বীমা দাবির চেক হস্তান্তর

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সাতক্ষীরায় ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠানে গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার ২০ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী ভবন সেমিনার কক্ষে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২ কোটি ২৭ ‘লক্ষ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,

পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সি.ই.ও, বাংলাদেশ ইন্সুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বিএম ইউসুফ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএম ইউসুফ আলী বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীমা কোম্পানির সাথে সম্পৃক্ত ছিলেন। তার সুযোগ্য কণ্যা আমাদের সফল প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রতিবছর বীমা দিবসে অংশগ্রহণ করেন এবং বীমা কোম্পানির প্রতি আন্তরিকতা নিয়ে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।

পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড বীমা আইন অনুযায়ী সঠিক পদক্ষেপ নিয়ে দেশের সকল জেলা উপজেলা সহ প্রত্যন্ত অঞ্চলে কাজ করে যাচ্ছেন।

কোম্পানির গ্রাহকদের টাকা আমাদের নিকট আমানত। এ টাকা সঠিকভাবে ব্যবহার করে সময়মতো গ্রাহকদের হাতে লভ্যাংশ পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এজন্য কোম্পানির কর্মীদের সঠিকভাবে কাজ করতে হবে।

পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (উন্নয়ন) শাখার মহা ব্যবস্থাপক ও সাতক্ষীরা জেলা সমন্বয়কারী মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন

জনপ্রিয় বীমা প্রকল্পের উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন মহাসিন,

ইসলামী ডিপিএস প্রকল্পের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার,

জনপ্রিয় বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ সেলিম মিয়া,

ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক মোহাম্মদ এনামুল হক,

পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক মুফতি মোঃ দিদারুল ইসলাম ও আলামিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ সাইফুল ইসলাম রুবেল প্রমুখ।

এছাড়া প্রকল্প ইনচার্জ সহ পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি লিমিটেড এর সিইও বিএম ইউসুফ আলী বীমা গ্রাহকদের হাতে চেক তুলে দেন।

#