
শরীয়তপুরের ডামুড্যায় আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।(২২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সুশিল সমাজের ব্যক্তিবর্গকে নিয়ে আয়োজিত প্রস্তুতি মূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান ।
সভায় উপজেলার ৬ টি সার্বজনীন মন্ডপে শৃঙ্খলার সাথে আগামী ০১ অক্টোবর থেকে শারর্দীয় দূর্গা পূজা পালনের উপর ব্যাপক আলোচনা হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আলমগীর হোসেন মাঝি ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার , উপজেলা প্রকল্প অফিসার(পিআই ও) রেজাউল করিম, উপজেলা আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, উপজেলার দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম, ফারুক আহমেদ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি শফিকুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক মোঃ নান্নু মৃধা , কনেশ্বর ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, পূর্ব ডামুড্যা ইউপি চেয়ারম্যন মাসুদ পারভেজ লিটন হাওলাদার, ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, দারুলআমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু সিকদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আত্রাই উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্রী মনোরঞ্জন পাল,সাধারণ সম্পাদক শ্রী গোবিন্দ চন্দ্র সাহা,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা , বীরমুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার আবুল বাশার আবু বেপারি , দারুলআমান সার্বজনীন দূর্গা মন্ডপের সভাপতি শ্রী অজয় কৃঞ্চ পাল। এ ছাড়াও বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি,সাধারণ সম্পাদক,সরকারী অফিসার,রাজনীতিবিদ, শিক্ষক,সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |