
প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত আটটার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপনীবিতান, কাঁচাবাজার বন্ধের নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্ট এর মাধ্যমে ডামুড্যা বাজারে ২ জন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার ১ নভেম্বর রাত সাড়ে ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবিতা সরকার ।
এ সময় ২ দোকানিকে পৃথক মামলায় ৬ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড করা হয়। দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় অর্থদণ্ড দেয়া হয়েছে।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবিতা সরকার বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় ২ দোকানিকে জরিমানা করা হয়েছে।
পরবর্তীতে সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকানপাট খোলা রাখার বিষয়ে তাদেরকে সর্তক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।অভিযানে পল্লী বিদ্যুৎ ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
ডামুড্যা উপজেলার সকল ব্যবসায়ীকে(ওষুধ ফার্মেসি ব্যতীত) রাত ৮:০০ ঘটিকার মধ্যে দোকান ও মার্কেট, বিপনীবিতান, কাঁচাবাজার বন্ধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |