Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর সদর উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত

শরীয়তপুর সদর উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত
শরীয়তপুর সদর উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত

উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভার মধ্য নিয়ে শরীয়তপুর সদর উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে । বুধবার (৯ নভেম্বর) সকালে মেলার শুভ উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ তালুত।

এসময় শরীয়তপুর সদর সহকারী কমিশনার (ভূমি) মজিনা খাতুন-এর সঞ্চালনায় ও সদর উপজেলা নির্বাহী অফিসার জ্েযাতি বিকাশ চন্দ্র-এর সভাপতিত্বে শরীয়তপুর পৌরসভা মেয়র এডভোকেট পারভেজ রহমান জন, উপজেলা কৃষি অফিসার অলি হালদার, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আল বিধান মো: ছানাউল্লাহ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিনসহ উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দফতর এতে অংশগ্রহণ করে।

সজিব ওয়াজেদ জয়ের নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলায় ডিজিটাল উদ্ভাবনী নিয়ে কার্যক্রম, সাধারণ মানুষকে অন্তর্ভুক্তি করণ, উপজেলা সংশ্লিষ্ট দফতর গুলো কি কি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে তার প্রদর্শনী করাই মেলার মূল উদ্দেশ্য বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তালুত।