
শরীয়তপুরের ভেদরগঞ্জের সখিপুর র্যালি, কোরআন তেলাওয়াত ও আলোচনা সভা কেক কাটার মধ্যদিয়ে দৈনিক যুগান্তর পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার ১১ ফ্রেব্রুয়ারি বিকালে উপজেলার সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ভেদরগঞ্জ উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ।
দৈনিক যুগান্তরের ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি,সাকিল আহম্মেদ এর সভাপতিত্বে শরীয়তপুর টেলিভিশনের কর্ণধার জি কে সানজিদ এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মঞ্জুর হোসেন খান, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, সখিপুর থানা যুবলীগের যুগ্ন আহ্বায়ক, রাসেল আহমেদ পলাশ, একুশে টেলিভিশন ও দৈনিক জনকন্ঠ জেলা প্রতিনিধি আবুল বাশার, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়ার জার্নালিস্ট এ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক ও বাংলাভিশন জেলা প্রতিনিধি মোঃ শহীদুজ্জামান , দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি খলিলুর রহমান সহ শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও যুগান্তর স্বজন নেতৃব্দৃ সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক যুগান্তর আরও অনেকদূর এগিয়ে যাবে। দৈনিক যুগান্তর সব শ্রেণি-পেশার মানুষের মুখপত্র হিসবে দায়িত্ব পালন করে যাচ্ছে। বস্তুনিষ্ঠতা বজায় রেখে যুগান্তর ক্ষুরধার লেখনি অব্যাহত রেখেছে। যুগান্তর পাঠকপ্রিয় পত্রিকা হিসেবে সমাদৃত হয়েছে।
কেক কাটা শেষে ভেদরগঞ্জ যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে পদ্মারচরের ১৮ একর জমিতে তরমুজের আবাদকারী দুই সাহসী তরুণ কৃষক ও এক সফল কৃষি উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |