
শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা” অনুষ্ঠিত হয়েছে। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপনে গৃহীত কর্মসূচী সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তর এর আওতায় গৃহীত উন্নয়ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে বিভন্ন সমস্যার কথা দপ্তর প্রধানগণ তুলে ধরেন এবং তা দ্রুত সমাধানে সকল দপ্তরের মাঝে আলোচনা করা হয়।
রোবাবার ১৯ ফেব্রুয়ারি জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় সভায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির উপদেষ্টা ইকবাল হোসেন অপু এমপি উপস্থিত থেকে সরকারি কর্মকর্তাদের বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ মাঠ পর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নে গুরুত্বারোপ করেন।
সমন্বয় সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ , ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |