Tuesday 13th May 2025
Tuesday 13th May 2025

শরীয়তপুরে আন্তর্জাতিক নারী দিবসে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন

শরীয়তপুরে আন্তর্জাতিক নারী দিবসে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন

সারাদেশের ন্যায় শরীয়তপুর জেলাতেও পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩। দিবসটি উদযাপনের অংশ হিসেবে জেলাপ্রশাসনের আয়োজনে ৮ মার্চ সকাল ১০টায় আন্তর্জাতিক নারী দিবসের বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এতে শরীয়তপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ সহ বিভিন্ন নারী সংগঠনের সদস্যগণ অংশ নেন। র‌্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার হতে আরম্ভ হয়ে জেলাপ্রশাসকের কার্যালয় চত্বর এ শেষ হয়।

পরবর্তীতে জেলাপ্রশাসক, শরীয়তপুরের সম্মেলন কক্ষে এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাপ্রশাসন, শরীয়তপুরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ। এ সময় অতিথিবৃন্দ নারীর ক্ষমতায়ন, বর্তমান সমাজ ব্যবস্হায় নারীদের অগ্রগতি ও প্রতিবন্ধকতা, সমাজে নারীদের সুরক্ষা ব্যবস্থা সহ নানা বিষয়ে আলোকপাত করেন। সবশেষে ৪২ জন কর্মক্ষম দুস্থ মহিলার মাঝে ক্ষুদ্রঋণের চেক তুলে দেন জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান।