
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি’র সহধর্মিণী ও বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের মা বেগম আরজু মণি সেরনিয়াবাতের ৭৭তম জন্মদিনে শরীয়তপুর পৌরসভা যুবলীগের সহ-সভাপতি মো. রোমান আকন্দ’র উদ্যোগে শরীয়তপুরে প্রায় শতাধিক অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) দুপুরে শরীয়তপুর জেলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এ খাবার বিতরণ করা হয়। এসময় স্থানীয় য্বুলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এব্যাপারে যুবলীগ নেতা মো. রোমান আকন্দ বলেন, পচাত্তরের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি ও তার সহধর্মিণী বেগম আরজু মণি সেরনিয়াবাতকেও নির্মমভাবে হত্যা করা হয়। পৃথিবীর ইতিহাসে নেতৃত্ব শূণ্য করতে এত নির্মম ও ঘৃণিত হত্যাকাণ্ড আর নেই। যারা এই হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে পিছনে টেনে ধরতে চেয়েছে, তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সফল রাস্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। আর যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নেতৃত্বে এদেশের যুবসমাজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে চলছে।