Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী

শরীয়তপুরের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী
শরীয়তপুরের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধার প্রভাত পাখির গান! ২৫ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের আজকের দিনে কোলকাতার জোঁড়াসাকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

বাঙলা সাহিত্য অঙ্গনে আর্বিভাব ঘটে এক নক্ষত্রের। সৃজনশীল সাহিত্যকর্ম দিয়ে রবি ঠাকুর জয় করেন সাহিত্যপ্রেমীদের হৃদয়।
৮মে সোমবার কবিগুরুর ১৬২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জেলাপ্রশাসন শরীয়তপুরের উদ্যোগে পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় আগত অতিথিবৃন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শন এবং তাঁর সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন। শরীয়তপুরের বিভিন্ন স্তরের সাহিত্য অনুরাগী ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করনে।

পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির যৌথ পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল শরীয়তপুরের সুযোগ্য জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুরের সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাইফুল হক ও জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদাক এম.এম জাহাঙ্গীর হোসেন প্রমূখ।