Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025
শরীয়তপুর পুলিশ সুপারের বাসভবন পদ্মমালঞ্চে

পুলিশ নারী কল্যাণ সমিতির রবীন্দ্র জয়ন্তী

পুলিশ নারী কল্যাণ সমিতির রবীন্দ্র জয়ন্তী
পুলিশ নারী কল্যাণ সমিতির রবীন্দ্র জয়ন্তী

“চির নতুনের দিল ডাক পঁচিশে বৈশাখ” এই ছন্ধ নিয়ে শরীয়তপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সভানেত্রী মোহছেনা হকের আহবানে শরীয়তপুর পুলিশ সুপারের বাসভবন পদ্মমালঞ্চে রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হয়েছে।

২৫ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দে কোলকাতার জোঁড়াসাকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙলা সাহিত্য অঙ্গনে আর্বিভাব ঘটে এক নক্ষত্রের। সৃজনশীল সাহিত্যকর্ম দিয়ে রবি ঠাকুর জয় করেন সাহিত্যপ্রেমীদের হৃদয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শন এবং তাঁর সাহিত্যকর্ম নিয়ে শরীয়তপুরে পুনাক’র রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিভিন্ন স্তরের সাহিত্য অনুরাগী পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৮ বৈশা ১১ মে বৃহস্পতিবার সন্ধা সোয়া ৭টায় শরীয়তপুর পুলিশ সুপারের বাসভবন পদ্মমালঞ্চে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।

শরীয়তপুর পুলিশ সুপার মোঃ সাইফুল হকের প্রধান পৃষ্ঠপোষকতায় ও শরীয়তপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী মোহছেনা হক সভাপতিত্বে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, অতিরিক্ত ডিআইজি এসএম আশরাফুজ্জামান ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, শরীয়তপুর পৌরসভা মেয়র এড. পারভেজ রহমান জন প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পুলিশ লাইনের মেডিক্যাল অফিসার ডাক্তার মনিরুল ইসলাম।