Sunday 11th May 2025
Sunday 11th May 2025

শরীয়তপুর টু চাদপুর সড়ক উন্নয়ন প্রকল্পের অধিগ্রহণকৃত ভূমির দখল হস্তান্তর

শরীয়তপুর টু চাদপুর সড়ক উন্নয়ন প্রকল্পের অধিগ্রহণকৃত ভূমির দখল হস্তান্তর
শরীয়তপুর টু চাদপুর সড়ক উন্নয়ন প্রকল্পের অধিগ্রহণকৃত ভূমির দখল হস্তান্তর

শরীয়তপুর সদর(মনোহর বাজার)- ইব্রাহিমপুর ফেরীঘাট সড়ক উন্নয়ন প্রকল্পের এলএ কেস ০৩/২০২০-২১ এর আওতায় ভেদরগঞ্জ উপজেলার ৫০ নম্বর চর মহিষখালী মৌজার ১০.৪৩ (দশ দশমিক চার তিন) একর অধিগ্রহণকৃত ভূমির “দখল হস্তান্তর ” সম্পন্ন হয়েছে। প্রকল্পের উক্ত মৌজার অধিগ্রহণকৃত জমির দখল সম্পূর্ণভাবে প্রত্যাশী সংস্থা সড়ক ও জনপথ বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

বুধবার ১০ মে শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর ভূইয়া রেদওয়ানুর রহমানের নিকট অধিগ্রহণকৃত জমির দখল হস্তান্তর দলিল আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেন।

এ সময় অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) জনাব মোঃ সাইফুদ্দীন গিয়াস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিবুর রহমান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা নাসরিন বেগম সেতু সহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা ও স্টাফগণ উপস্থিত ছিলেন।