
দূর্নীতি, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা, সন্ত্রাসবাদ, নারী নির্যাতন, মাদক, বাল্যবিবাহ বিরোধী ও সামাজিক সম্প্রীতি রক্ষায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ‘সোনার বাংলা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ মে) সকাল ১০টায় উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সামাজিক সম্প্রীতি কমিটি আয়োজিত সোনার বাংলা সমাবেশে সহস্রাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো: পারভেজ হাসান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দূর্নীতি, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা, সন্ত্রাসবাদ, নারী নির্যাতন, মাদক, বাল্যবিবাহ সহ যে কোন অপরাধমূলক কর্মকাণ্ড নিজেকে এবং পরিবারকে ধ্বংস করে দিতে পারে। তাই এ সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে এবং প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্ন সফল হবে।
এসময় জেলা জেলা প্রশাসকের কাছে সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার শপথ নেন শিক্ষার্থীরা। জেলা প্রশাসক শিক্ষার্থীদের শপথ পরান । পরে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন স্বপনের সভাপতিত্বে ও গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবিরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, গোসাইরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ মো: ফজলুর হক, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম শিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান সিকদার প্রমুখ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুসারে দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সামাজিক সম্প্রীতি কমিটি গঠন ও সমাবেশের আয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার কুচাইপট্টি ইউনিয়নে এ সোনার বাংলা সমাবেশ আয়োজন করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |