
“মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এবং “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার(৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের ‘বিট পুলিশিং কার্যালয়’-এর পরিদর্শন করেন শরীয়তপুর পুলিশ সুপার মোঃ সাইফুল হক।
এ সময় পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশের আইজিপি’র নির্দেশনায় বিট পুলিশের কার্যক্রমকে সক্রিয় করতে হবে। প্রতিটি ইডিয়ানে বিট পুলিশিং কার্যক্রম করার উদ্দেশ্য হলো-পারিবারিক বিরোধ, সামাজিক বিরোধ ও গোষ্ঠীগত বিরোধ সমাধান করা।এই পুলিশিং-এর তদারকির দায়িত্ব আছেন পুলিশের একজন এসআইসহ দুইজন এবং তাদের ব্রিফিং করবে পুলিশ সুপার সার্কেল।
বিট পুলিশ কার্যক্রমের মাধ্যমে যেন সমাজ থেকে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ রোধ হয় এবং নারী পুরুষ সহিংসতা রোধ হয় সে লক্ষেই কাজ করছে পুলিশিং কার্যক্রমের কর্মকর্তা-কর্মচারীগণ।এছাড়া সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারদেরও দায়িত্ব রয়েছে বিট পুলিশিং-এর সহযোগিতা নিয়ে সমাজ থেকে সকল অন্যায় দূরীভূত করার চেষ্টা করা।
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল মোল্যার সভাপতিত্বে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(গোসাইরহাট সার্কেল) আবু সাঈদ, সহকারি পুলিশ সুপার সুধীর ও ডামুড্যা থানা ইনচার্জ শরীফসহ পুলিশের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়নের মেম্বারগণ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |