Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরের চরভাগায় জেলা পরিষদ অডিটরিয়াম উদ্বোধন করলেন পানিসম্পদ উপমন্ত্রী

শরীয়তপুরের চরভাগায় জেলা পরিষদ অডিটরিয়াম উদ্বোধন করলেন পানিসম্পদ উপমন্ত্রী
শরীয়তপুরের চরভাগায় জেলা পরিষদ অডিটরিয়াম উদ্বোধন করলেন পানিসম্পদ উপমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেম মিয়া অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার-এর শুভ উদ্বোধন ও দোয়া করা হয়। শনিবার(১০ জুন) সন্ধা ৭টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নে শরীয়তপুর জেলা পরিষদ-এর বাস্তবায়নে এডিপি খাতে নির্মিত এ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার-এর শুভ উদ্বোধন করেন এবং দোয়ায় অংশগ্রহণ করেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। এ সময় তিনি বলেন, আমার পিতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আলহাজ্ব আবুল হাশেম মিয়া এ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার করার জন্য জেলা পরিষদে ৪০ শতাংশ জমি দান করেন। জমি দাতা হিসেবে তার নামানুসারে জেলা পরিষদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেম মিয়া অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার নামকরণ করেন। অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার সম্পর্কে তিনি আরও বলেন, ভেদরগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের বড় অনুষ্ঠান তথা এ অঞ্চলের বিবাহ ও খাতনা অনুষ্ঠানের বড় আয়োজনে এ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার বিশেষ ভূমিকা রাখবে।

শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা শিকদার-এর সভাপতিত্বে ও জেলা পরিষদ-এর প্রধান নির্বাহী মো: শামীম হোসেন-এর সঞ্চালনায় এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: হুমায়ুন কবির মোল্লা, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার হাচানুজ্জামান খোকন ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ-সম্পাদক জহিরুল ইসলামসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ, সাংবাদিক ও জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

২০২০-২১ অর্থবছরে জেলা পরিষদ-এর বাস্তবায়নে এডিপি খাতে নির্মিত এ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার-এর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ২,০৭,৬৬,৪৩৮( দুই কোটি সাত লক্ষ ছিষট্রি হাজার চারশ আটত্রিশ টাকা)। চুক্তি মূল্য ছিল ১,৮৬,৮৯,৭৯৪(এক কোটি ছিয়াশি লক্ষ উননব্বই হাজার সাতশ চুরানব্বই টাকা)। জানা যায়, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে এ নির্মাণ ব্যয় আরও পঞ্চাশ লক্ষ টাকা বেড়েছে।

#