Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক

শরীয়তপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক
শরীয়তপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ভিক্ষুকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

১৪ জুন বুধবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বর থেকে প্রধান অতিথি হিসেবে ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরণ করেন শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হসেম তপাদার, সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য। উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান কন্ঠশিল্পী সামিনা ইয়াসমিন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নজরুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

জানাগেছে, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে প্রাথমিক ভাবে প্রকৃত ভিক্ষুকদের চিহ্নিত করা হয়। পরবর্তীতে ভিক্ষুক আওলাদ হোসেনকে মুদি মালামালসহ দোকান, মহামায়াকে ব্যাটারিচালিত ভ্যান, বিশ্ব চন্দ্র ঋষি দাসকে ব্যাসার উপকরণসহ ব্যাটারিচালিত ভ্যান, আমেনা বেগমকে টেইলার্স দোকানসহ তৈরী পোষাক এবং সবর আলী, আমিরজান ও তাছলিমাকে একটি করে গরু দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অনেক দিনের পরিকল্পনা ছিল ভিক্ষুক পুনর্বাসনের জন্য কিছু করার। ভিক্ষুকদের কি চাওয়া আর আমারা কি দিতে পারব তার সিদ্ধান্তে পৌঁছতে পারছিলাম না। আজ ৭ জনকে তাদের চাহিদার সাথে মিল রেখে উপকরণ বিতরণ করা হল। এই উপকরণকে পুঁজি করে তারা স্বাবলম্বি হতে পারবে। তাদের আর ভিক্ষা করতে হবে না।