Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর পৃথক ২টি অভিযানে ২টি উপজেলায় মাদক সহ ৫ জন আটক

শরীয়তপুর পৃথক ২টি অভিযানে ২টি উপজেলায় মাদক সহ ৫ জন আটক

শরীয়তপুরের একই দিনে ২টি উপজেলায় পৃথক ২টি অভিযানে ৫ জনকে গাজা ও ইয়াবা সহ আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
শরীয়তপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলমের নির্দেশে গোয়েন্দা শাখা ডিবি’র পৃথক ২টি অভিযানে ডামুড্যা উপজোলা থেকে ১জনকে গাঁজা সহ ও শরীয়তপুর সদর উপজেলা থেকে ৪ জনকে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে।


জানাগেছে. শরীয়তপুর জেলা ডিবি পুলিশের এসআই মোঃ মোছলেহউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ডামুড্যা উপজেলার রাম রায়ের কান্দি এলাকায় মাদাক বিরোধী অভিযান চালিয়ে মোক্তার হোসেন সরদার (৩৫) কে আটক করো তার নিকট থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মোক্তার হোসেন সরদার রাম রায়ের কান্দি এলাকার মৃত নূর মোহাম্মদ সরদারের পুত্র।

শরীয়তপুর জেলা ডিবি পুলিশের এসআই মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযানে পৌরসভার উত্তর পালং দুধ বাজার এলাকা থেকে ১’শ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ৪ জনকে গ্রেফতার করেছেন। গ্রেফতার কৃতরা হলেন, শরীয়তপুর সদর উপজেলার ডোমসার এলাকার আঃ মান্নান মোল্লার পূত্র মনির হোসেন (২২), আটিপাড়া এলাকার এনামুল হক খানের পূত্র মোঃ মোনায়েম খান অপূর্ব (২৫) নড়িয়া উপজেলার আচুড়া গ্রামের মৃত জৈনুদ্দিন চাপরাসি পূত্র শাহাদাত চাপরাসি (২৩) ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার বালিছড়া গ্রামের রতন মিয়ার পূত্র হান্নান মিয়া (৩১) ।

গোয়েন্দা পুলিশ জানিয়েছেন আটককৃতরা সকলেআ মাদক করবারের সাথে জড়িত। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা। জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলমের নির্দেশে জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।