Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

শরীয়তপুর সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
শরীয়তপুর সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

 

শরীয়তপুরের সদর উপজেলায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় আমল (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
সোমবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার তুলাসার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেওয়ান কান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমল সদর উপজেলার তুলাসার ইউনিয়নের মির্ধাকান্দি গ্রামের মৃত আলমগীর হাওলাদারের ছেলে এবং শরীয়তপুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

নিহতের চাচা আলি আজম বলেন, আমলরা এক ভাই এক বোন। সকালে তার বোনের জামাই মোটরসাইকেল নিয়ে এক অটোরিকশার ধাক্কায় আহত হন। এরপর তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাকে দেখার জন্য আমল তার বন্ধু রমজানকে নিয়ে মোটরসাইকেলে করে হাসপাতালের উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে ইটবোঝাই এক ট্রলি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি আমরা জানতে পেরেছি। তবে এই বিষয়ে কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে পুলিশ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।