Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

কালকিনিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন

কালকিনিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন
কালকিনিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন

মাদারীপুরের কালকিনিতে শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমী হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান অঙ্গ)র মাধ্যমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বারটান প্রধান কার্যালয়ের তত্ত্বাবধানে ও উপজেলা কৃষি অধিদপ্তরের সহযোগিতায় প্রশিক্ষণটি খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন বারটানের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক এবং সহকারী প্রশিক্ষক মো: শামীম মন্ডল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমরার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম ও প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেন প্রমুখ।