
শরীয়তপুরে বিএনপি ও সমমনাদের ডাকা হরতালে জনজীবনে কোন প্রভাব পড়েনি। আজ বৃহস্পতিবার সকাল থেকেই জেলার সকল স্থানে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।
শহরের শরীয়তপুর-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক। সরকারি-বেসরকারি অফিস, আদালত, হাট-বাজার ও মার্কেটগুলো খোলা রয়েছে। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোও খোলা রয়েছে।
হরতালের ডাকের সাথে সাথেই জেলায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেয়। সড়কগুলোতে পুলিশ মোতায়েন করা হয়। হরতালকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
দোকানদার ও যানবাহন চালকদের সাথে কথা বলে জানা গেছে, অনেকেই হরতাল সম্পর্কে জানেন না। যারা জানেন, তারাও হরতাল সমর্থন করেননি।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার দৈনিক রুদ্রবার্তাকে বলেন, এ দেশের মানুষ এখন আর অহেতুক হরতাল অবরোধের কোন কর্মসূচি সমর্থন করে না। এসব কর্মসূচি দিয়ে যাতে কাজ-কর্ম ব্যহত করতে না পারে সেই বিষয়ে সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |