Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে দ্বাদশ সংসদ নির্বাচনে ৩ আসনে ২২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

শরীয়তপুরে দ্বাদশ সংসদ নির্বাচনে ৩ আসনে ২২ প্রার্থীর মনোনয়নপত্র জমা
শরীয়তপুরে দ্বাদশ সংসদ নির্বাচনে ৩ আসনে ২২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের তিনটি আসনে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী দুজন।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর-১ আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ইকবাল হোসেন অপু, জাতীয় পার্টির অ্যাডভোকেট মাসুদুর রহমান, তৃণমূল বিএনপির আবুল বাশার মাদবর, জাকের পার্টির মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুস সামাদ ও স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা।

শরীয়তপুর-২ আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগের এ কে এম এনামুল হক শামীম, জাতীয় পার্টির ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জাকের পার্টির মো. বাদল কাজী, জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. ফিরোজ মিয়া, গণফ্রন্টের কাজী জাকির হোসেন, বাংলাদেশ কংগ্রেসের সৌমিত্র দত্ত, ন্যাশনাল পিপলস পার্টির মো. আবুল হোসেন, বিকল্প ধারা বাংলাদেশের মোহাম্মদ আমিনুল ইসলাম, বাংলাদেশ খলাফত আন্দোলনের মাহমুদুল হাসান, মুক্তি জোটের মো. মনির হোসেন ও স্বতন্ত্রপ্রার্থী খালেদ শওকত আলী।

শরীয়তপুর-৩ আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগের নাহিম রাজ্জাক, জাতীয় পার্টির অ্যাডভোকেট এম এ হান্নান, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. শিরাজ চৌকিদার, জাকের পার্টির জিয়াউর রহমান, ইসলামি ঐক্য জোটের কা. হা. মা. মো. মাহদী হাসান।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৩০ নভেম্বর।