Friday 9th May 2025
Friday 9th May 2025

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপের পর অবশেষে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর এর নাম দেওয়া হয়েছে ‘মিগজাউম’।

রোববার (৩ ডিসেম্বর) সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূলের কাছাকাছি আসতে পারে।

ঘূর্ণিঝড়টি উপকূলের কাছাকাছি আসলে এর প্রভাবে বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর প্রভাবে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরীণ এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকায় উপকূলীয় এলাকার মানুষকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।