Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

দেশের ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
ফাইল ছবি

 দেশের ৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়াও, মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, “এই অঞ্চলগুলোর ওপর দিয়ে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এই লঘুচাপের কারণে এই অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও বলেন, “এই ঝোড়ো হাওয়া সামুদ্রিক মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও, নদীবন্দরের মাছ ধরা ট্রলার ও লঞ্চকে উপকূলের কাছাকাছি না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”