Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৩, আহত ১

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৩, আহত ১
যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৩, আহত ১

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে বুধবার (৬ ডিসেম্বর) এক বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও একজন।

স্থানীয় সময় সকাল ১০টার দিকে ক্যাম্পাসের একটি লাইব্রেরিতে এ হামলাটি ঘটে। বন্দুকধারীকে দ্রুতই গুলি করে হত্যা করা হয়।

নিহত তিনজনের মধ্যে দুজন শিক্ষার্থী এবং একজন ক্যাম্পাসের কর্মচারী বলে জানা গেছে। আহত ব্যক্তির অবস্থা গুরুতর।

হামলার কারণ এখনও জানা যায়নি। তবে পুলিশ বলছে, এটি একটি ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে ঘটতে পারে।

এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এটি একটি ভয়াবহ ঘটনা। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা একটি দীর্ঘদিনের সমস্যা। প্রতি বছর দেশটিতে অসংখ্য বন্দুক হামলার ঘটনা ঘটে।

হামলার বিস্তারিত

লাস ভেগাস পুলিশ বিভাগের মুখপাত্র অ্যাডাম গার্সিয়া ব্রিফিংয়ে বলেছেন, ক্যাম্পাসে একজন সক্রিয় শুটারের বিষয়ে জানার পর আইন প্রয়োগকারী কর্মকর্তারা ‘তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায় এবং সন্দেহভাজনের মুখোমুখি হয়’। সন্দেহভাজন ওই ব্যক্তি নিহত হয়েছে বলেও জানান তিনি।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের শেরিফ কেভিন ম্যাকমাহিল বলেছেন, মানুষের জন্য এখন আর কোনও হুমকি নেই। তবে ইউনিভার্সিটি অব নেভাদা লাস ভেগাসের প্রধান ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শাখাগুলো ‘অনেক সতর্কতার কারণে’ একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

ইউনিভার্সিটি অব নেভাদা লাস ভেগাসের এই ক্যাম্পাসটি লাস ভেগাস উপত্যকা থেকে দুই মাইলেরও কম পূর্বে অবস্থিত। এখানে প্রায় ২৫ হাজার আন্ডারগ্রাজুয়েট এবং ৮ হাজার স্নাতকোত্তর ও ডক্টরেট শিক্ষার্থী রয়েছেন।

নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি

পুলিশ এখনও নিহতদের পরিচয় প্রকাশ করেনি। তবে জানা গেছে, তারা সবাই ক্যাম্পাসের শিক্ষার্থী বা কর্মচারী ছিলেন।

হামলার কারণ এখনও তদন্তাধীন। তবে পুলিশ বলছে, এটি একটি ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে ঘটতে পারে।