
শরীয়তপুর জেলার চার কর্মকর্তার বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৭ ডিসেম্বর বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে চার কর্মকর্তা কে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি হাছিবা খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল কবিরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সুজন দাশ গুপ্ত , ডামুড্যা থানার অফিসার ইনচার্জ ওসি এমারত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান,উপজেলা ইঞ্জিনিয়ার আবু নাইম নাবিল, প্রাণি সম্পদ কর্মকর্তা সব্যাসাচী মজুমদার, সমাজসেবা কর্মকর্তা ওবায়েদুর রহমান, সহ উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ।
যাদের বদলিজনিত বিদায় সম্বর্ধনা প্রদান করা হয় তারা হলেন ডামুড্যা উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোতালেব হোসেন , সাবরেজিস্টার কর্মকর্তা খন্দকার আহসানুল হক , উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গিয়াস উদ্দিন , উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা মুহাম্মদ বুলবুল হাসান ।
এসময় বিদায়ী কর্মকর্তারা তাদের বর্নিল কর্মময় জীবনের স্মৃতি চারণ করেন এবং সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এক পর্যায়ে তারা সকলেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বিদায়ী কর্মকর্তাদের সামনের অনাগত দিন গুলোর জন্য এবং তাদের পরিবার ও পরবর্তী কর্মস্থলের জন্য শুভকামনা জানান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |