Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যা উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্বোধন

ডামুড্যা উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্বোধন
ডামুড্যা উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্বোধন

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা শিল্পকলা একাডেমির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর ) ডামুড্যা উপজেলা শিল্পকলা একাডেমীর কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান । তিনি উৎসব মুখর পরিবেশে ডামুড্যা শিল্পকলা একাডেমীর উদ্বোধন করেন। ডামুড্যা উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাঈদ, ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সুজন দাশ গুপ্ত, ডামুড্যা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, সমাজসেবা কর্মকর্তা ওবায়েদুর রহমান,তাহমিনা কাদের সুধা, উজ্জল গাজী,ডামুড্যা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিতালি সিকদার।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন, ডামুড্যা শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক অঙ্গনে এ প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং শিশু-কিশোর ও সাংস্কৃতিক ব্যক্তিদের মেধা বিকাশের দ্বার উম্মোচিত হবে। এ মহৎ কর্মযজ্ঞে যারা অবদান রেখেছেন ডামুড্যা সাংস্কৃতি প্রেমী মানুষ তাদের শ্রদ্ধাভরে স্মরণ করবে।