Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

দ্বিতীয় ধাপে ১১০ ইউএনও বদলি, নির্বাচন কমিশন অনুমোদন

দ্বিতীয় ধাপে ১১০ ইউএনও বদলি, নির্বাচন কমিশন অনুমোদন
দ্বিতীয় ধাপে ১১০ ইউএনও বদলি, নির্বাচন কমিশন অনুমোদন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশে দ্বিতীয় ধাপে ১১০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলি করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “প্রথম ধাপে ৪৭ জন ইউএনও বদলি করা হয়েছে। দ্বিতীয় ধাপে আরও ১১০ জন ইউএনও বদলি করা হয়েছে। তৃতীয় ধাপে আরও ৪৮ জন ইউএনও বদলি করার প্রস্তাব রয়েছে। মোট ২০৫ জন ইউএনওর বদলির প্রস্তাবে নির্বাচন কমিশন সম্মতি দিয়েছে।”

দ্বিতীয় ধাপে বদলি হওয়া ইউএনওদের মধ্যে রাজশাহী বিভাগে ১৭ জন, ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, সিলেট বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ৮ জন এবং রংপুর বিভাগে ৭ জন রয়েছেন।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, বদলি হওয়া ইউএনওদের নতুন কর্মস্থলে যোগদানের জন্য ৭ জানুয়ারির মধ্যে সময় দেওয়া হয়েছে।