Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

বাংলাদেশের বিভিন্ন স্থানে ৪০ দিনে ২৬৭টি অগ্নিসংযোগ, বাস পুড়েছে ১৬২টি

বাংলাদেশের বিভিন্ন স্থানে ৪০ দিনে ২৬৭টি অগ্নিসংযোগ, বাস পুড়েছে ১৬২টি
বাংলাদেশের বিভিন্ন স্থানে ৪০ দিনে ২৬৭টি অগ্নিসংযোগ, বাস পুড়েছে ১৬২টি

বাংলাদেশের বিভিন্ন স্থানে গত ২৮ অক্টোবর থেকে আজ পর্যন্ত ৪০ দিনে ২৬৭টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ২৬৩টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে ১৬২টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও অন্যান্য ২৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিসংযোগের ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাস। এরপরই রয়েছে ট্রাক। অগ্নিসংযোগের কারণ এখনও নিশ্চিত নয়। তবে, ধারণা করা হচ্ছে, চরমপন্থীরা বা রাজনৈতিক প্রতিহিংসার উদ্দেশ্যে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, অগ্নিসংযোগের ঘটনায় দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অগ্নিসংযোগের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে।