
শরীয়তপুরের ডামুড্যা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে । “উন্নয়ন,শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” শ্লোগানে শনিবার সকালে (৯ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডামুড্য উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ আয়োজন করে।
ডামুড্যা উপজেলা পরিষদের হল রুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক প্রাইম কম্পিউটার ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোঃ জাকির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন দাশ গুপ্ত , ডামুড্যা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান খান, সমাজসেবা কর্মকর্তা ওবায়েদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, সরকারি আব্দুর রাজ্জাক কলেজ এর সহকারী অধ্যাপক আতিকুজ্জামান,ডামুড্যা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিদ খান ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, সাধারন সম্পাদক মোঃ নান্নু মৃধা সহপ্রমূখ।
এর আগে উপজেলা পরিষদের সামনে সড়কে মানববন্ধন করা হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা অংশ নেয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |