Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যায় পাঁচ নারীকে সংবর্ধনা প্রদান

ডামুড্যায় পাঁচ নারীকে সংবর্ধনা প্রদান
ডামুড্যায় পাঁচ নারীকে সংবর্ধনা প্রদান

শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা, নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২৩ উদযাপন উপলক্ষে ২০২৩ সালের পাঁচজন সফল নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে।

ডামুড্যায় ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রম শনিবার সকালে সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সুজন দাশ গুপ্ত । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা ওবায়েদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান খান,সরকারি আব্দুর রাজ্জাক কলেজের সহকারী অধ্যাপক আশেকুজ্জামান,ডামুড্যা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিদ খান, ডামুড্যা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি মাসুদ আহমেদ ও সাধারন সম্পাদক প্রাইম কম্পিউটার ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক মোঃ নান্নু মৃধা সহপ্রমূখ।
উপজেলা পর্যায়ে ২০২৩ সনে যে ৫ নারীকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয় এরা হলো সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা সংবর্ধনা প্রাপ্ত নারী সাবিনা ইয়াসমিন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জজীবন শুরু করেছেন যে নারী মোসাঃ রানু বেগম,অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী চায়না আফরিন নীলা,সফল জননী নারী শাহিনা জামান এবং শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সংবর্ধনা প্রাপ্ত নারী সাজেদা নাসরিন প্রমূখ। অনুষ্ঠানে সংবর্ধিত পাঁচ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট, চাঁদর ও সনদপত্র প্রদান করা হয়।