
রাজধানীর মহাখালীতে রয়েল পেট্রোল পাম্পে গত বুধবার বিস্ফোরণ ঘটে। এতে আগুন লেগে আটজন দগ্ধ হন। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।
সবশেষ সোমবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন (৪০) নামে একজন মারা যান। তার শরীরের ৩৫ শতাংশ এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি চাঁদপুর জেলার মোহাম্মদ সেলিম হোসেনের ছেলে।
এর আগে রবিবার রাত পৌনে দশটার দিকে মো. সালাউদ্দিন (৩৮) নামে একজন মারা যান। তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।
গত বৃহস্পতিবার খায়ের গাজী (৪৪) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ১৫ শতাংশ বার্নসহ বিভিন্ন ইনজুরি ছিল।
বিস্ফোরণে আহতদের মধ্যে এখনো দুজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেট্রোল পাম্পের ট্যাঙ্কে তেল ভরার সময় বিস্ফোরণ ঘটতে পারে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |