Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে গভীর রাতে ম্যাগনেটিক পিলারের সন্ধানে মাটি খুঁড়তে গিয়ে পাঁচজন আটক

শরীয়তপুরে গভীর রাতে ম্যাগনেটিক পিলারের সন্ধানে মাটি খুঁড়তে গিয়ে পাঁচজন আটক
শরীয়তপুরে গভীর রাতে ম্যাগনেটিক পিলারের সন্ধানে মাটি খুঁড়তে গিয়ে পাঁচজন আটক

শরীয়তপুরের সদর উপজেলায় গভীর রাতে একটি বসতবাড়িতে ম্যাগনেটিক পিলারের সন্ধানে মাটি খুঁড়তে গিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের পূর্বসোনামূখী গ্রামের শাহজাহান মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শাহজাহান মোল্লার বাড়িতে বাড়ির মালিকসহ চার শ্রমিক মাটি খুঁড়ে ম্যাগনেটিক পিলারের সন্ধান করছিল। তখন মাটি খোঁড়া ও লোকজনের আলাপ টের পেয়ে আশপাশের লোকজন এসে তাদের ধরে ফেলে। পরে জাতীয় হেল্পলাইন ৯৯৯-এ ফোন পেয়ে পালং মডেল থানার পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন- শরীয়তপুর সদর উপজেলার দড়িহাওলা এলাকার মৃত আ. রাজ্জাক ফকিরের ছেলে রাসেল ফকির (৩২), পূর্বসোনামূখী এলাকার আমির উদ্দিন মোল্লার ছেলে শাহজাহান মোল্লা (৬৪), নারায়ণগঞ্জ জেলার হারজালি চাঁনপুর এলাকার আব্দুল আজিজের ছেলে মিঠু (৩৬), পটুয়াখালী জেলার ছোটবিঘাই এলাকার মৃত কাঞ্চন ফকিরের ছেলে আব্দুল মনাব ফকির (৫৫) ও রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬)।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, “জাতীয় হেল্পলাইন ৯৯৯-এ একটি সংবাদ পাই পূর্বসোনামূখী এলাকাবাসী পাঁচজন ব্যক্তিকে ধরে রেখেছে। ওইখানে তারা ম্যাগনেটিক পিলারের জন্য গর্ত খুঁড়ছিল। সংবাদটি পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।”

তিনি আরও বলেন, “তাদের বিরুদ্ধে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, ম্যাগনেটিক পিলার একটি কথিত খনিজ পদার্থ, যা দিয়ে নাকি সোনা তৈরি করা যায়। তবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।