Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং করোনা মহামারির কারণে বিপর্যস্ত বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তির অনুমোদন পেয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থাটির নির্বাহী পর্ষদের বৈঠকে বাংলাদেশের জন্য ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন হয়েছে।

এই দ্বিতীয় কিস্তিতে বাংলাদেশ পাবে ৬৮২ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ৭ হাজার ৪৯১ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)।

গত ফেব্রুয়ারি মাসে আইএমএফের ঋণের প্রথম কিস্তির ৪৭৬ দশমিক ২৭ মিলিয়ন ডলার পায় বাংলাদেশ।

আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদনের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা হলেও বাড়বে। এতে ডলারের সংকট কিছুটা হলেও উপশম হবে।

বাংলাদেশ গত বছরের জুলাই মাসে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণের জন্য আবেদন করার পর শর্তসাপেক্ষে ঋণ দিতে রাজি হয় আইএমএফ। ৩১ জানুয়ারি বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

আইএমএফের ঋণ শর্ত অনুসারে, বাংলাদেশকে কিছু অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে রয়েছে:

* কর আহরণ বৃদ্ধি
* ব্যয় সংকোচন
* ব্যাংকিং খাতের পুনরুদ্ধার
* আমদানি নিয়ন্ত্রণ

বাংলাদেশ সরকার আইএমএফের ঋণ শর্তগুলো বাস্তবায়নে আন্তরিক।