
শরীয়তপুরে বিনম্র শ্রদ্ধায় ও ব্যাপক আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। শনিবার ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে প্রথম প্রহরে ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।
এরপর শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ।
এ সময় জেলার যোগ্য পুলিশ সুপার মাহবুবুল আলম, জেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডারগণ, শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক অনল কুমার দে, পৌর মেয়র এডভোকেট পারভেজ রহমান জন,
ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, কৃষক লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠন ও অসাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ বলেন, মহান বিজয় দিবস আমাদের কাছে একটি গৌরব ও আনন্দের দিন। এই দিনটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিজয়ের দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের মুক্তিযোদ্ধারা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এ বিজয় অর্জন করেছিলেন।
তিনি বলেন, জাতির পিতার আদর্শ ও চেতনা বুকে ধারণ করে আমরা এ দেশকে এগিয়ে নিয়ে যাব। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে আমরা সকলকে একযোগে কাজ করতে হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |