
ঢাকা, ১৬ ডিসেম্বর ২০২৩ – স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনবিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অমান্য করে আইন লঙ্ঘন ও সহিংসতা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নির্বাচন সুষ্ঠুভাবে পালন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে।”
তিনি বলেন, “বিজয় আনন্দ প্রকাশ করতে মানা করছি না। তবে সংযতভাবে চলতে হবে। শান্তিপূর্ণ কর্মসূচি করতে হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “১৮ ডিসেম্বরের পর নির্বাচন কমিশনের নির্দেশনা না মেনে কেউ আইন লঙ্ঘন ও সহিংসতা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।”
তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।”
স্বরাষ্ট্রমন্ত্রীর এই হুঁশিয়ারি প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি দেশের জন্য ইতিবাচক। এটি স্পষ্ট করে দিয়েছে যে সরকার নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |