Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

তেজগাঁওয়ে ট্রেনে ভয়াবহ অগ্নিকান্ড, চারজন নিহত

তেজগাঁওয়ে ট্রেনে ভয়াবহ অগ্নিকান্ড, চারজন নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে ভোররাতে মোহনগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর চারটা চার মিনিটের দিকে তেজগাঁও রেলস্টেশনে ট্রেনটি থামার পরপরই একটি বগিতে আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ট্রেনের একটি বগি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরও জানান, আগুনে ট্রেনের একটি বগি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, ট্রেনের বগি থেকে কেরোসিন বা অন্যান্য দাহ্য পদার্থ বের করে আগুন লাগানো হয়েছে। তবে এ ঘটনার সঠিক কারণ তদন্ত করে জানা যাবে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।