Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

বিরোধী দলের হরতাল-অবরোধে ২ মাসে ৪০২ যানবাহন পুড়ল, গ্রেপ্তার ৯০২

বিরোধী দলের হরতাল-অবরোধে ২ মাসে ৪০২ যানবাহন পুড়ল, গ্রেপ্তার ৯০২
২ মাসে পুড়ল ৪০২ যানবাহন, গ্রেপ্তার ৯০২ । ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারাদেশে বিরোধী দলের হরতাল-অবরোধের মধ্যে যানবাহন ও বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ২৮ অক্টোবর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এসব ঘটনায় ৪০২টি যানবাহন পুড়ে গেছে। এছাড়া ১৪টি স্থাপনা ও ৮৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এসব ঘটনায় ৩৩৪টি যানবাহনে ভাঙচুর চালানো হয়েছে। এ ছাড়া ১৮টি স্থাপনা ও ২৯টি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানায়, গত দুই মাসে নাশকতা ও সহিংসতার ঘটনায় জড়িত ৯০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, গত ২৮ অক্টোবর থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত ২৮৯টি বাস ও স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ২৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব যানবাহনের মধ্যে ১৮০টি বাস, ৪৫টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৯টি অন্যান্য গাড়ি রয়েছে।

তিনি আরও জানান, গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের দেয়া ৪টি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে রাজধানীর গুলিস্তান টোল প্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে, মিরপুর-১৩ নম্বরে কৃষি ব্যাংকের সামনে ট্রাস্ট পরিবহনের একটি বাসে, কলাবাগান বাসস্ট্যান্ডে মিরপুর মেট্রো সার্ভিস নামক পরিবহনের একটি বাসে ও কুমিল্লার দেবিদ্বারে বাগুর বাসট্যান্ডে তিশা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ও ৪০ জন জনবল কাজ করেছে।

নাশকতার এসব ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নাশকতাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।