Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর সরকারি খালের উপর ব্যক্তিগত ব্রীজ নির্মাণ!

শরীয়তপুর সরকারি খালের উপর ব্যক্তিগত ব্রীজ নির্মাণ!
শরীয়তপুর সরকারি খালের উপর ব্যক্তিগত ব্রীজ নির্মাণ!

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকার ইউনিয়নে বালার বাজার চাঁদপুর মহাসড়কের পাশে সরকারি খালের উপর ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নির্মাণ হচ্ছে ব্যক্তিগত ব্রীজ। খালের উপর ব্যক্তিগত ব্রীজ দেওয়ার নিয়ম না থাকালেও অনিয়ম করে যাচ্ছে প্রকাশ্যে।

সরেজমিনে গিয়ে জানা যায়, স্থানীয় আলমগীর চৌকিদারে ছেলে তুহিন হোসেন চৌকদার খালের কিনারে ব্যবসা প্রতিষ্ঠান সহ নির্মাণ করছেন ব্রীজ। খালের পাশেই

সরকারি একটি ব্রীজ থাকা সত্ত্বেও নির্মাণ করছেন ব্যক্তিগত এই ব্রীজ। ব্রীজ করার অনুমতি আছে কি-না জানতে চাইলে তুহিন চৌকিদার বলেন, এলজিডি থেকে অনুমতি নিয়েছি।

এবিষয়ে এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী আঃ ছাত্তর দৈনিক রুদ্রবার্তা কে বলেন, আমরা কোন অনুমতি দেইনি এবং অনুমতি দিতেও পারি-না।

রুদ্রকর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঢালী দৈনিক রুদ্রবার্তাকে বলেন, ব্রীজ করার কোন অনুমতি নাই। এবিষয়ে তারা আমার কাছে জিজ্ঞাসাও করেনি।

রুদ্রকর ইউনিয়ন ভুমি অফিসার আব্দুল মালেক খান দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমরা গিয়ে কাজ করতে মানা করে এসেছি। ব্রীজ যতটুকু নির্মাণ করেছে, এব্যপারে এসিল্যান্ডে’র কাছে যাচ্ছি, কি করা যায় জানতে।