Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর ইটভাটা মালিক নিজের ট্রাকের চাপায় প্রাণ গেল

শরীয়তপুর ইটভাটা মালিক নিজের ট্রাকের চাপায় প্রাণ গেল
শরীয়তপুর ইটভাটা মালিক নিজের ট্রাকের চাপায় প্রাণ গেল

শরীয়তপুরে মাটি বোঝাই ট্রাকের চাপায় রিটন সাহা (৫০) নামের এক ভাটা মালিক নিহত হয়েছেন।

রবিবার ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার মনোহর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিটন সাহা সদর উপজেলার দক্ষিণ মধ্যপাড়া এলাকার মৃত গৌরাঙ্গ সাহার ছেলে। তিনি জেলা ইট ভাটা মালিক সমিতির অর্থ বিষয়ক সম্পাদক এবং পণ্ডিত বাজার এলাকার এল আর বি বিক্রসের স্বত্বাধিকারী।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রবিবার রাতে পণ্ডিত বাজার এলাকার নিজ ভাটা থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে বাসার দিকে যাচ্ছিলেন রিটন সাহা। ভাটা থেকে একটু এগোতেই অপর দিকে আসা তারই ইট ভাটার কাজে ব্যবহৃত একটি মাটি বোঝাই ট্রাক ও তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন রিটন সাহা।

এরপর তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরীয়তপুর ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তফা মাদবর দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমি খবর পেয়ে সদর হাসপাতালে ছুটে আসি। পরে জানতে পারি ঢাকায় নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুব ভালো মানুষ ছিলো রিটন সাহা। এমন মৃত্যু মেনে নেওয়ার মতো না।

 

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ দৈনিক রুদ্রবার্তাকে বলেন, নিজ ভাটার ট্রাকের চাপায় একজন ইটভাটা মালিক গুরুতর আহত হয়েছিলেন। ঢাকায় নেয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন বলে জানতে পেরেছি।