Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অপরাধ দমনে সহযোগিতা কামনা পুলিশ সুপারের

শরীয়তপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অপরাধ দমনে সহযোগিতা কামনা পুলিশ সুপারের
শরীয়তপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অপরাধ দমনে সহযোগিতা কামনা পুলিশ সুপারের

শরীয়তপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন পুলিশ সুপার মো. মাহবুবুল আলম। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মো. মাহবুবুল আলম বলেন, গত ছয় মাসে জেলার অপরাধ দমন ও তদন্ত কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে পুলিশ। এ সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য।

তিনি বলেন, থানা পুলিশ কর্তৃক যদি কেউ হয়রানির শিকার হন, তাহলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর জন্য অনুরোধ জানান।

সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও অপরাধের বিষয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পুলিশ সুপার তাদের প্রশ্নের উত্তর দেন এবং মতামত গ্রহণ করেন।