
শরীয়তপুর সদর উপজেলার আটং বিএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় আটং বিএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ছাত্রছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিঃ ও সিইও এবং আটং বিএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিএম ইউসুফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশিষ্ট সমাজসেবক আমির হোসেন কোটারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিঃ উর্ধ্বতন উপব্যবস্হাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন। প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন ও শরীয়তপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন ।