Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যার কনেশ্বর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত  

ডামুড্যার কনেশ্বর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত  
ডামুড্যার কনেশ্বর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত  

শরীয়তপু‌রের ডামুড্যা উপ‌জেলার ক‌নেশ্বর ইউনিয়‌নে অবিস্থত ক‌নেশ্বর এস.‌সি এডওয়ার্ড ইনস্টি‌টিউশনের এস.এস.‌সি প‌রীক্ষার্থী‌দের বিদায় উপল‌ক্ষে বা‌র্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শ‌নিবার সকাল ১০ টার দি‌কে ক‌নেশ্বর এস.‌সি এডওয়ার্ড ইনস্টি‌টিউশনের আয়োজ‌নে বা‌র্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য় ।

অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব্য রা‌খেন উক্ত বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মা‌ঝি । প্রধান শিক্ষক এস.এস‌.সি পরীক্ষার্থী‌ ও অভিভাবক‌দের উদ্দেশ্যে ব‌লেন, ‌তোমরা যারা এস.এস‌.সি পরীক্ষা দি‌বে পরীক্ষা শুরু হওয়ার আগে ভা‌লো ভা‌বে প্রশ্ন দেখ‌বে। যে প্রশ্নটা ভা‌লো পার‌বে সেটা আগে খাতায় লিখ‌বে। পরীক্ষায় প্র‌তি‌টি প্রশ্ন লিখ‌বে। বিদ্যাল‌য়ের শিক্ষকরা যেভা‌বে শি‌খি‌য়ে‌ছেন সেগু‌লো স্মর‌নে রাখ‌তে হ‌বে। ভা‌লো রেজাল্ড কর‌তে হ‌বে। বিদ্যাল‌য়ের সুনাম ধ‌রে রাখ‌তে হ‌বে। আর অভিভাবকগন আপনা‌দের সন্তান‌দের ভা‌লো গাইড দে‌বেন।

 

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ ও কনেশ্বর এস.‌সি এডওয়ার্ড ইনস্টি‌টিউশনের শিক্ষানুরা‌গি সদস্য আব্দুর র‌শিদ গোলন্দাজ ব‌লেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনা ‌শিক্ষায় ব্যাপক উন্নয়ন কর‌ছেন। প্র‌তি‌টি ছেলে-মেয়েকে শিক্ষিত করার জন্য কাজ কর‌ছেন। শরীয়তপুর-৩ আস‌নের সংসদ সদস্য না‌হিম রাজ্জাক এলাকার উন্নয়নসহ শিক্ষা‌ক্ষে‌ত্রে ব্যাপক কাজ কর‌ছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের প্রিয় নেতা আলহাজ্ব না‌হিম রাজ্জা‌ক এমপির জন্য সক‌লে দোয়া কর‌বেন।

ক‌নেশ্বর এস.‌সি এডওয়ার্ড ইনস্টি‌টিউশনের দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর,ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্যা , ডামুড্যা উপ‌জেলা আওয়ামী লী‌গের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহবুব আলম সোনাই খান,কনেশ্বর আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদ হোসেন, ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সা‌বেক সভাপ‌তি জামাল উদ্দিন মাতব্বর,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কবির খান, হোসেন মন্টু,জাকির হোসেন লিটন,সুমন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাস্টার মোকলেছুর রহমান,গৌরাঙ্গ চক্রবর্তী , পার‌ভেজ মাদবর,মুক্তিযুদ্ধো, এড.কাজী নিয়াজ মোর্শেদ , বিদ্যাল‌য়ের সহকা‌রী প্রধান শিক্ষক জুলহাস মিয়া, সি‌নিয়র শিক্ষক ইয়া‌সিন মিয়া, সোলায়মান, সিরাজুল ইসলাম, রা‌বেয়া বেগম, সহকা‌রি শিক্ষক শরীয়তুল্লাহ্, হা‌বিবুল্লাহ্, ইমরান, ইকবাল হো‌সেন, আব্দুর রহমান, শিক্ষার্থীদের অ‌ভিভাবক, শিক্ষার্থী এলাকার গন্যমান্য ব্য‌ক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।