Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পরামর্শ সভা

শরীয়তপুর বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পরামর্শ সভা

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ শরীয়তপুর জেলা শাখার আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ আগষ্ট) সকাল ১০ টার দিকে পালং বাজার পৌরমার্কেট আল সামাদ হোটেলের একটি কক্ষে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের অস্থায়ী কার্যালয়ে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মাহবুব রাজ্জাক। এ সময় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন খান, শওকত আলী খান, হযরত আলী তস্কার, আবুল হোসেন খান, জাহাঙ্গীর হোসেন খান, আলীম উদ্দিন শেখ, মীর্জা ইউনুস আলী, আব্দুল মজিদ মাদবর, আনোয়ার হোসেন মুন্সী প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় জেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি আব্দুল জলিল হাওলাদার বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিদের্শে আমরা বাংলা মায়ের দামাল সন্তানরা জীবন বাজী রেখে পাক বাহিনীদের বিরুদ্ধে সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ করে ৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা বিজয় সিনিয়ে এনেছি। এ সময় শ্রদ্ধাবনত চিত্তে আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করতে চাই। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ তার স্বপরিবারকে ঘাতকরা হত্যা করে। আমরা বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালনের লক্ষ্যে আগামী ১৭ আগষ্ট বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাতের কামনায় মিলাদ মাহফিল ও শোক দিবস পালন করার জন্য উক্ত অনুষ্ঠানে সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিগামী জনতার উপস্থিতি কামনা করা হয়।