Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ছাত্রলীগ বিশ্বজয়ী হাফেজ বশিরকে সংবর্ধনা দেবে

ছাত্রলীগ বিশ্বজয়ী হাফেজ বশিরকে সংবর্ধনা দেবে
ছাত্রলীগ বিশ্বজয়ী হাফেজ বশিরকে সংবর্ধনা দেবে

বিশ্বের ৮০ দেশকে পিছনে ফেলে কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেবে বাংলাদেশ ছাত্রলীগ।

আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা বিশ্বিবদ্যালয়ের মধুর ক্যান্টিনে তাকে সংবর্ধনা দেবে সংগঠনটির নেতারা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির মাদরাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম।

 

তিনি জানান, সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান উপস্থিত থাকবেন।

 

জানা গেছে, মাত্র পাঁচ মাসে হিফজ শেষ করেছিল বশির। বশির ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। হাফেজ বশির আহমাদ হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের মো.আব্দুর রশিদ চৌধুরী ও বুশরা চৌধুরী দম্পতির ছেলে।

সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশি কিশোর হাফেজ বশির আহমাদ। প্রতিযোগিতায় ৩০ পারা কোরআন গ্রুপে শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্যে বশির প্রথম হয়েছে।

ইরানের অনুষ্ঠানের ১০ দিন আগে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিল বশির।

এছাড়া ২০২২ সালে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতায় বশির প্রথম স্থান অর্জন করে।