
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল হামলায় আহত বিলাশপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সজীব মুন্সি মারা গেছেন। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মরদেহ ময়নাতদন্ত শেষে তাদের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
নিহত সজীব মুন্সি বিলাশপুর ইউনিয়নের মিয়া চান মুন্সি কান্দি গ্রামের মো. আলী মুন্সির ছেলে।
জাজিরা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিলাশপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী জলিল মাদবরের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত বুধবার (২৭ মার্চ) রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা অসংখ্য ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ককটেলের আঘাতে সজিব মুন্সিসহ আরও ৯ জন আহত হয়। স্থানীয়রা তাদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সজিব মুন্সির পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘বিলাশপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সজীব মুন্সিসহ কয়েক জন ককটেলের আঘাতে আহত হয়। মঙ্গলবার সকালে সজীব মন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এখনও কোনো হত্যা মামলা হয়নি।’
শরীয়তপুর পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, ‘জাজিরার বিলাশপুরে সংঘর্ষের ঘটনায় সজীব মুন্সি নামে একজন মারা গেছে। এখনও কেউ মামলা করেনি। মামলার প্রস্তুতি চলছে।’
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |