Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

শরীয়তপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
শরীয়তপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

“স্বাস্থ্য অধিকার নিশ্চিতে : কাজ করি একসাথে” প্রতিপাদ্যে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে শরীয়তপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
দিবস উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ১১টায় শরীয়তপুর সদর হাসাপাতাল চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র‌্যারিল শেষে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. আবুল হাদী মোহাম্মদ শাহ পরানের সভাপেিত্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ হাবিবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মিতু আক্তার, মেডিসিন কনসালটেন্ট ডা. কনক জ্যোতি মন্ডল ও সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ স্বাস্থ্য বিভাগের সেবিকা ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বক্তারা জাতীয় স্বাস্থ্য সুরক্ষায় সকল পেশাজীবি সহ প্রত্যেককে নিজ অবস্থান থেকে ব্যক্তি, পরিবার ও সামাজিক সচেতনতামূলক কর্মকান্ডের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষায় দায়িত্ব পালনের জন্য আহবান জানান।